Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

 একটি বিশেষ ঘোষনাঃ  এতদ্বারা সিংড়া ইউনিয়নের অধিবাসীদের জানানো যাচ্ছে যে, সদ্য জন্মগ্রহণকৃত ০ থেকে ৪৫ দিন ও ১ বছর বয়সের শিশুর নিবন্ধন যাদের করা হয়নি তাদের যতদ্রুত সম্ভব নিবন্ধন করুন । মৃতব্যক্তির মৃত্যুর ০ থেকে ৪৫ দিনের মধ্যে মৃত্যুনিবন্ধন সম্পন্ন করে আপনার আইনি দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য যে, ০ থেকে ৪৫ দিনের শিশুর জন্ম নিবন্ধন করতে পিতা ও মাতার জন্ম নিবন্ধন বাধ্যতামূলক লাগবে। এ বিষয়ে আপনাদেরকে সার্বিক সহযোগীতা প্রদানের জন্য নিজ নিজ ওয়ার্ডের গ্রাম পুলিশদের সাথে যোগাযোগ করুন।  বিশেষ দ্রষ্টব্যঃ  যদি কোন ব্যক্তি জন্ম-মৃত্যু নিবন্ধনের তথ্য গ্রাম পুলিশদের প্রদান না করে তবে জন্ম ও মৃত্যু আইন-২০১৩ মোতাবেক ৫০০০/- টাকা অথবা ১ বছর কারাদণ্ড দেয়া হতে পারে। ০ থেকে ১ বছরের নিবন্ধনের জন্য ফোনে +880173330394 অথবা Facebook Messenger ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করুন।


শিরোনাম
৩নং সিংড়া ইউপির,৪০ দিনের কর্মসূচী কর্মসৃজন ৬টি প্রকল্পের মাধ্যমে ৩০৭টি শ্রমিক কাজ করছে।
বিস্তারিত

প্রকল্প সমুহ নিম্ন রুপ:-

বিষয়: ২০১৪-২০১৫ অর্থ বছরে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসুচীর আওতায় প্রথম পর্যায়ের প্রকল্প তালিকা ।

প্রকল্প নং -০১:-(সংযুক্ত ০১নং ও ০২ নং ওয়ার্ড):-

(ক) নূরপুর মৌজার কামান ডোবা হইতে জলিলের বাড়ী হর্য়ে সারাফতের বাড়ীর সামনে ব্রীজ পর্যন্ত ইউপির রাস্তা সংস্কার।

(খ) নূরপুর মৌজার তোজা ডিলারের বাড়ী সামন হতে মালেক পাগলার বাড়ী হয়ে আনোয়ারের বাড়ী পর্যন্ত ইউপির রাস্তা সংস্কার।

(গ) দক্ষিন দেবিপুর উকিলের বাড়ীর সামনে হতে মিঠুর বাড়ী পর্যন্ত ইউপির রাস্তা সংস্কার ।

(ঘ) কশিগাড়ী মৌজার(কলোনী সামাদের বাড়ী হতে মহিলা নদী পর্যন্ত ইউপি রাস্তা সংস্কার।

(ঙ) কশিগাড়ী মৌজার আলমের বাড়ী হতে মৈদাগাড়ীর বিল পর্যন্ত ইউপি রাস্তা সংস্কার ।

(চ) পালোগাড়ী মৌজার মমিনের জমির পার্শ্বে ঈদগাহ মাঠ ভরাট ।

(ছ) পালোগাড়ী মৌজার আব্দুস সামাদের পুকুরের পাশ্বে প্যালাসাইডিং এ মাট ভরাট।

(জ) রামেশ্বরপুর উ:পাড়া ঈদগাহ মাঠ ভরাট ।

প্রকল্প নং ০২:-(সংযুক্ত ৩নং ওয়ার্ড)-

(ক) বৈদড় মৌজার সুধীরের বাড়ী হতে উত্তরদিকে কালিমন্দির পর্যন্ত ইউপি রাস্তা সংস্কার ।

(খ) বৈদড় মৌজার আশরাফের বাড়ীর নিকটের মসজিদ হতে পূর্বদিকে ঋষিঘাট মসজিদ পর্যন্ত ইউপির রাস্তা সংস্কার।

(গ) বারপাইকেরগড় মৌজার কাদের মোল্লার বাড়ী হতে পূর্বদিকে আয়নালের বাড়ী হয়ে মালপাড়া পর্যন্ত ইউপির রাস্তা সংস্কার।

(ঘ) বারপাইকেরগড় মৌজার বাদশার বাড়ী হতে সামাদের দক্ষিন পর্যন্ত ইউপির রাস্তা সংস্কার। প্রকল্প নং ০৩:-(সংযুক্ত ৪নং ও ৬নং ওয়ার্ড)

(ক) গোবিন্দপুর মৌজার নবাব মন্ডলের বাড়ী হতে আজগরের বাড়ী হয়ে সাত পাড়া বারোপুনা পুল পর্যন্ত ইউপির রাস্তা সংস্কার ।

(খ) চাঁদপাড়া বাজার হয়ে ভর্ণাপাড়া গোলজারের বাড়ী পর্যন্ত ইউপির রাস্তা সংস্কার।

(গ) গোবিন্দপুর ঈদগাহ মাঠ ভরাট করন।

(ঘ) সাতপাড়া নতুন ঈদগাহ মাঠ ভরাট করন।

(ঙ) নারায়নপুর মৌজার চড়ার নুর আলমের বাড়ী হয়ে মোক্তব পর্যন্ত ইউপির রাস্তা সংস্কার ।

(চ) নারায়নপুর মৌজার আ: হামিদের বাড়ী থেকে শুরু করে পূর্বদিকে সাহেব মাস্টার বাড়ীর পাশ দিয়ে বড় রাস্তা পর্যন্ত ইউপির রাস্তা সংস্কার।

(ছ) মারুপাড়া আশ্রয় কেন্দ্রের ঢাইকারের বাড়ী হতে দক্ষিন দিকে ডিব পর্যন্ত ইউপির রাস্তা সংস্কার।

(জ) মারুপাড়া পাকা রাস্তা হতে বক্কর মিয়ার বাড়ী পর্যন্ত ইউপির রাস্তা সংস্কার।

প্রকল্প নং ০৪:(সংযুক্ত ৫নং ওয়ার্ড)-

(ক) মহিলা নদীর বড় ব্রীজ হতে পূর্বদিকে মজিদ মোড় হয়ে করিমের বাড়ী পর্যন্ত ইউপির রাস্তা সংস্কার ।

(খ) জালকাটা মসজিদ হতে বড় রাস্তা পর্যন্ত ইউপির রাস্তা সংস্কার।

(গ) মগলিশপুর মৌজার নুরুল মাস্টারের বাড়ী হতে নুর মোহাম্মদের বাড়ী পর্যন্ত ইউপির রাস্তা সংস্কার ।

(ঘ) শেখালীপাড়া মৌজার কাঠের ব্রীজ হতে মালেকের বাড়ী পর্যন্ত ইউপি রাস্তা সংস্কার ।

প্রকল্প নং ০৫:(সংযুক্ত ৭নং ওয়ার্ড)

(ক) বৈদড় মৌজার পাকা রাস্তা মুখ হতে ঋষিঘাট চারমাথা হয়ে পূর্বপাড়া আব্দুল হাই মাওলানার বাড়ী পর্যন্ত ইউপির রাস্তা সংস্কার ।

(খ) ঋষিঘাট পূর্বপাড়া ফরিদুলের বাড়ীর উত্তর পাশ হতে লতিবের বাড়ী পর্যন্ত ইউপির রাস্তা সংস্কার।

প্রকল্প নং ০৬:( সংযুক্ত ৮নং ও ৯নং ওয়ার্ড)-

(ক) কুচেরপাড়া মৌজার সাজু মিয়ার বাড়ীর সামনে হতে পশ্চিমে রতনের বাড়ী পর্যন্ত ইউপির রাস্তা সংস্কার ।

(খ) আবিরের পাড়া মৌজার সেকেন্দার আলীর বাড়ীর সামন হতে পূর্বে শাহাজামালের বাড়ী হয়ে রহমত আলী ফকিরের বাড়ী দিয়ে সানু চৌধরীর জমির রাস্তা পর্যন্ত ইউপির রাস্তা সংস্কার ।

(গ) কুচের পাড়া মৌজার সাঈদের বাড়ী হয়ে দক্ষিনে ময়নুল হকের বাড়ী পর্যন্ত ইউপির রাস্তা সংস্কার ।

(ঘ) হাটপাড়া মৌজার দুর্গাপুর ঈদগাহ মাঠ এর মাটি ভরাট করন।

(ঙ) রামপুর টুব ঘুড়িয়া মৌজার আ: খালেকের মাছের পুকুর হতে জাংগাল দিয়া ধনঞ্জায়গাড়ী আশরাফ আলীর পুকুর পর্যন্ত ইউপির রাস্তা সংস্কার ।

(চ) শীধলগ্রাম মৌজার খুদখুর গ্রামের সাইদুর এর বাড়ীর পার্শ্বের পুকুরের প্যারাসাইডিং এর মাটি ভরাট করন।

(ছ) রামপুর টুব ঘুড়িয়া মৌজার তাজেলের বাড়ীর সামনের পুকুরের প্যারাসাইডিং এর মাটি ভরাট করন।

(জ) শীধলগ্রাম মৌজার বিনয় কর্মকান্ডের বাড়ী হতে পশ্চিমে খোসবরের বাড়ী পর্যন্ত রাস্তা সংস্কার ।

ডাউনলোড
প্রকাশের তারিখ
02/12/2014